যশোর শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর দুই টন পলিথিন জব্দ করেছে। এ ঘটনায় দুটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বড় বাজার এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠান বিপ্লব স্টোর ও মা শীতলা’র গোডাউনে অভিযান চালিয়ে দুই টন পলিথিন উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মা শীতলা’র মালিক প্রদীপকে কুড়ি হাজার টাকা ও বিপ্লব স্টোরের মালিক বিপ্লব পালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ও রাহাত খানসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ