অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে না পারে সে জন্য ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবের শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। মেধা ও মননের মাধ্যমে জুলাই বিপ্লবের কমিটমেন্ট রক্ষা করতে হবে। দেশের এই সন্ধিক্ষণে ছাত্র—জনতাসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। গত ১৫ বছরে ৭০০ এর বেশি মানুষকে গুম করেছে ফ্যাসিস্ট সরকার, বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে। এই ফ্যাসিস্টের পতন ঘটাতে জুলাই বিপ্লবে জীবন দিতে হয়েছে অসংখ্য ছাত্র—জনতাকে। আর কোন শক্তি যেন গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে সে জন্য যেকোনো ধরণের দুর্নীতি, গণতন্ত্রবিরোধী, সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।
শুক্রবার ঝিনাইদহ’র শৈলকুপা উপজেলা মিলনায়তনে মেধা ও মনন উৎসব—২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, সহকারী কমিশনার সিরাজুস সালিহিন ও শৈলকুপা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা ও মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানা।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে অর্জিত সুফল ধরে রাখতে হবে। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশকে অস্থিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
মেধা ও মনন উৎসব—২০২৫ উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক প্রতিযোগিতায় শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে কাঁচেরকোল মরিয়ম নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিতার্কিরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করে কাঁচেরকোল মরিয়ম নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সাউদা ইসলাম তিসনী। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল