পহেলা ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে শহরের সার্কিট হাউজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদী, আজাদী, আজাদী আজাদী’ স্লোগান দেওয়া হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বৈষশ্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বক্তব্য রাখেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব সাদমান বিন কবির ও জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুয়াইব হোসাইন।
বিডি প্রতিদিন/আরাফাত