গাজীপুরে বসতবাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির মালিকের (৬৫) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীসহ চারজন। আগুনে পুড়ে কয়লা হয়েছে ঘরে রাখা দুটি ছাগলও। সিটি করপোরেশনের চতর শিমুলতলী এলাকায় রবিবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতের নাম মোবারক হাওলাদার। আহতরা হলেন- মোবারকের ছেলে মাসুম, মেয়ে রোজিনা, জামাতা রুবেল ও প্রতিবেশী হোসেন।
নিহতের মেয়ে রোজিনা জানান, আগুনে বিদ্যুতের তার ও মিটার পুড়ে টিনের ঘর পুরোটা বিদ্যুতায়িত হয়ে যায়। তার বাবা পাশের ঘরের টিন খুলে পানির জন্য বাথরুমে ঢুকলে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের লাইন বন্ধ করে প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নেভানো হয়। এরপর বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ভায়রা সারোয়ার হোসেন জানান, টিনশেড ঘরটির একাংশে রান্নার জ¦ালানি, অপর অংশে দুটি ছাগল ছিল।
ছাগলগুলোকে মশার উৎপাত থেকে রক্ষা করতে নিয়মিত মশার কয়েল জ¦ালানো হতো। কয়েল থেকে আগুন লাগতে পারে।