কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল তাদের লাশ উদ্ধার করেন। মৃতরা হলো- উপজেলার শ্রীমদ্দি গ্রামের মারিয়া (১১) ও মাহবুব (৯)। ঈদের ছুটিতে মাহবুব তার নানাবাড়ি ও মারিয়া বোনের বাড়িতে এসেছিল।
জানা যায়, গত শনিবার নদীতে গোসলে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়েও শনিবার শিশু দুটিকে উদ্ধার করতে পারেনি। একদিন পর রবিবার সকালে চরেরগাঁও সংলগ্ন তিতাস নদীতে শিশু মাহবুবের লাশ ভেসে ওঠে। বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরদল উদ্ধার করে মারিয়ার মৃতদেহ। ফায়ার সার্ভিস কর্মকর্তা দিদারুল আলম জানান, শনিবার থেকেই আমরা শিশু দুটিকে ডুবুরিদের সহায়তায় খুঁজছি। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় শিশু মাহবুব ও মারিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ নেই।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ডুবে সাইফুল ইসলাম আলিফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ডিএনডি লেকের সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসের সামনে থেকে গতকাল লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত আলিফ আদমজী গ্যাসলাইন এলাকার সুমন মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে অন্য শিশুদের সঙ্গে ডিএনডি লেকে গোসল করতে নেমে তলিয়ে যায় আলিফ। ডুবুরিদল আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃতদেহ উদ্ধার করে।