জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সদর উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। স্থানীয়রা জানায়, রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি এ এলাকার না। তাকে কেউ চিনতে পারছেন না।