ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের লাগানো জমির ধান গাছ নষ্ট করে নিজ পুকুরে যাওয়ার রাস্তা বানিয়েছেন এক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। এতে ক্ষতির সম্মুখীন হয়েছে ৪০ বিঘার ফসল। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে। অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অভিযুক্ত ইকবাল হোসেন বলেন, এ রাস্তা বানাতে বেশি জমি পড়েনি। ভেকু দিয়ে কাটতে বলেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, তাই কেটেছি। সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে রাস্তা বা ঘরবাড়ি করতে পারে না। ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, ফসলি জমির ওপর রাস্তা নির্মাণের অভিযোগ এসেছে। রাস্তাটি জনগণের উপকারে আসছে কি না এবং কৃষি জমির কোনো ক্ষতি হচ্ছে কি না খতিয়ে দেখা হবে।