আমন মৌসুমে চাল দিতে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ না হওয়ায় জয়পুরহাটে ৬১টি চালকলের নিবন্ধন বাতিল হয়েছে। বাতিলকৃত চালকলের নামে থাকা বিদ্যুৎসংযোগও বিছিন্ন করা হবে।
জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানা যায়, আমন মৌসুমের শুরু থেকে বাজারে ধান-চালের দর বেশি হওয়ায় ৬১টি চালকল মালিক লোকসানের ভয়ে সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করেনি। জেলা খাদ্যনিয়ন্ত্রক গত ১২ জানুয়ারির মধ্যে চাল সরবরাহের চুক্তির সময় বেঁধে দিয়ে ওই চালকল মালিককে ১ জানুয়ারি নোটিশ দেন। ওই নোটিশের পরও তারা সাড়া দেননি জানান জেলা খাদ্যনিয়ন্ত্রক। চুক্তির বাইরে থাকা কালাই পৌরশহরের পাঁচশিরা এলাকার শাওন চালকলের মালিক কামরুল হাসান বলেন, এবার চুক্তি করলে কেজিতে ৫-৬ টাকা লোকসান গুনতে হতো। তহবিলই গায়েব হতো, সব ভেবে এবার চাল সরবরাহের চুক্তি করিনি। জেলা খাদ্যনিয়ন্ত্রক কামাল হোসেন বলেন, মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ওইসব চালকলের নিবন্ধন, বিদ্যুৎসংযোগ ও খাদ্যশস্যের নিবন্ধন বাতিল হয়েছে।