যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের পূর্বপাড়ার রাস্তা ভেঙে চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এই রাস্তায় দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিনিয়ত চলাচাল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। বড় আঁচড়া গ্রাম থেকে বেনাপোল পৌর এলাকায় যাওয়ার এই রাস্তাটি খুবই নাজুক। ওই এলাকার মানুষের শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। প্রতিদিন হাজারো সাধারণ মানুষ ও শিক্ষার্থী যাতায়াত করেন এই রাস্তায়। গ্রামের সব শাখা রাস্তা ঢালাই এবং পাকা করা হলেও এটি অবহেলায় পড়ে আছে। রাস্তাটির কোথাও পিচ নেই। সব বালু উঠে পাশের পুকুরে এবং ড্রেনে চলে গেছে। এমন কোনো দিন নেই সড়কের এ অংশে দু-চারটি ভ্যান ইজিবাইক উল্টে পুকুরে বা ড্রেনে পড়ে না। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা কখন না জানি সন্তানের দুঃসংবাদ আসে। স্থানীয় বাসিন্দা সুনজু আক্তার বলেন, তিন বছর ধরে রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে আছে। গ্রীষ্মের সময় ধুলোবালিতে এলাকা একাকার হয়ে যায়। বর্ষায় খানাখন্দে জমে হাঁটুপানি। ফলে সারা বছরই সড়টির কারণে পথচারীরা ভোগান্তির শিকার হন। পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল জব্বার জানান, এই রাস্তা দিয়ে অনেক কষ্ট ও ঝুঁঁকি নিয়ে চলাচল করেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন পথচারীরা। আমরা চাই রাস্তাটি দ্রুত পাকা করা হোক। রাস্তা পাকা হলে অবহেলিত এলাকায় আসবে আর্থ-সামাজিক পরিবর্তন। আরেক ভুক্তভোগী আসাদুর রহমান বলেন, হঠাৎ পরিবারের কেউ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে হাসপাতালে নিতে খুব অসুবিধায় পড়তে হয়। এ রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতে চায় না। দু-একটা যানবাহন ঝুকি নিয়ে চললেও প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবদুল্লাহর বাবা আবদুল জব্বার বলেন, এ রাস্তাটি আমার বাড়ির সামনে দিয়ে গেছে। বর্তমানে সড়টির যে করুন অবস্থা চোখে না দেখলে বোঝা যাবে না। মাত্র আধা কিলোমিটার রাস্তা নিয়ে আমরা তিন বছর ভোগান্তিতে রয়েছি। বেনাপোল পৌর প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তার কাছে আকুতি জানাচ্ছি রাস্তাটি দ্রুত ঠিক করে দেওয়ার জন্য। বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা থানা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান বলেন, আমি নিজে রাস্তাটির বেহাল দশা দেখেছি। এ ব্যাপারে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
শিরোনাম
- পঞ্চগড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ