সোনার দোকানে কানের দুল বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে ঘাতক। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘাতক ফারুক (২৬) উপজেলার রাঙ্গাঝিরি গ্রামের নুরুল কাদেরের ছেলে। খুন হওয়া গৃহবধূ তৈয়বা বেগম (৪৫) বাইশারী ইউনয়নের ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। ওসি মাসরুরুল হক জানান, ফারুক নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। লাশের সুরতহাল তৈরির পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, শুক্রবার বিকালে বিলের পাড় থেকে গরু আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি তৈয়বা বেগম।