কুমিল্লা নগরের অশোকতলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বিকালে ৯ তলা ভবনের নিচ তলায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভবনের প্রথম তলায় ‘স্বপ্ন’ চেইন শপের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। ৯ তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড ধোঁয়ায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। এদিকে চট্টগ্রাম নগরের হালিশহরের গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদয়ন চাকমা জানান, গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৯ কক্ষের কাঁচা ঘর পুড়ে গেছে।