দিনাজপুরের হাকিমপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ কিছু অভিযোগে তিনটি কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার হাকিমপুরের হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চেংগ্রাম এলাকায় তিনটি সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। তিনি সাংবাদিকদের বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল।