অবৈধ পলিথিন মজুত করায় নীলফামারীতে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা সদরের নতুন বাবুপাড়া এলাকায় ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। অভিযানকালে ৪৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।