সুন্দরবনে শুরু হয়েছে হরিণ শিকারের মহোৎসব। চোরা শিকারিরা ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ম্যানগ্রোভ এ বনে ঢুকে দেদার শিকার করছে হরিণ। রবিবার রাতে ২০৫ কেজি হরিণের মাংস ও বাবু আলম নামে এক চোরা শিকারিকে আটক করেছে মোংলা কোস্টগার্ড। বাবু আলম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। মোংলা কোস্টগার্ড গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।