দেড় দশক পেরিয়ে গত শনিবার (১৫ মার্চ) ১৬ বছরে পদার্পণ করেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। জেলা-উপজেলায় এ উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন। বক্তারা বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা : ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পঙ্কজ বড়ুয়া, আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। ঝালকাঠি : প্রেস ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এবং আল আমিন তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক কাওসার হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, জহিরুল ইসলাম সুমন, লেলিন বালা, অ্যাডভোকেট মাহেব হোসেন প্রমুখ। পিরোজপুর : প্রেস ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল ও কেক কাটা হয়। এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌতম চৌধুরী, অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউল আহসান প্রমুখ। নোয়াখালী : প্রেস ক্লাব ভবনে কেক কেটা হয়। পরে এমবি আলমির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অ্যাডভোকেট নূর হোসেন মাসুদ। ব্রাহ্মণবাড়িয়া : দোয়া ও ইফতার মাহফিলে জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মোশাররফ হোসেন বেলাল। পরে দোয়া পরিচালনা করেন জসীম উদ্দিন। শরীয়তপুর : আলোচনা সভা, কেক কাটা ও ইফতার আয়োজন করা হয়। অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইরোলা ইসমিন। পটুয়াখালী : বৃদ্ধাশ্রমে বয়স্কদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতে শরিক হন স্থানীয় সাংবাদিকরা। সঞ্জয় কুমার দাস লিটুর তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, আতিকর রহমান পারভেজ, মারুফ ইসলাম। হবিগঞ্জ : ইফতার ও দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় জাকারিয়ার চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন- শাবান মিয়া, রাসেল চৌধুরী, প্রদীপ দাস সাগর। যশোর : আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এস এম শাহীন। জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন একরাম-উদ-দ্দৌলা, এস এম তৌহিদুর রহমান প্রমুখ। ফরিদপুর : ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন জাহিদ রিপন, পান্না বালা, সুজাউজ্জামান জুয়েল প্রমুখ। জামালপুর : দোয়া ও ইফতার অনুষ্ঠানে ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকার আবদুল্লাহ আল মামুন। রাজবাড়ী : শহরের সমবায় ভবনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কাজী আবদুল কুদ্দুস বাবু, শহিদুল ইসলাম হিরন প্রমুখ। কিশোরগঞ্জ : কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আ. লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। টাঙ্গাইল : শহরের মেজবানি রেস্টুরেন্টে ইফতার মাহফিল হয়। টাঙ্গাইল জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপন ইফতার মাহফিলপূর্ব কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। গাজীপুর : প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন জিএমপির উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম, গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা প্রমুখ। বক্তারা বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করেন। পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ : প্রেস ক্লাবের শফী উদ্দীন আহমেদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের ছোট ভাই আবদুল মাতিন। জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাইদুর রহমান, মজিবুর রহমান দেওয়ান, আবু সুফিয়ান বিপ্লব, বাছির উদ্দিন জুয়েল। শেষে কেক কাটা হয়। মানিকগঞ্জ : প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খবিরুল আলম চৌধুরী, এ বি এম সামছুন্নবী তুলিপ, ডা. জিয়াউর রহমান, গোলাম ছারোয়ার ছানু প্রমুখ। কাবুল উদ্দিন খানের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন এ এস এম সাইফুল্লাহ। এতে বসুন্ধরা গ্রুপসহ দেশবাসীর জন্য কল্যাণ কামনা করা হয়। নারায়ণগঞ্জ : জেলা শহরের একটি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোবাশ্বির শ্রাবণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, মঈনুদ্দিন আহমেদ, ফতেহ রেজা রিপন প্রমুখ। অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
শিরোনাম
- পঞ্চগড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ