নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। সুনামগঞ্জের পাবর্তীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এতে আরও ৪৩ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল আদালতের আদেশে মামলাটি রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ওসি শাহীনূর আলম। আসামিরা গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বাদীর ভাই মিজানসহ অন্যদের হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর জখম করে।