ময়মনসিংহে গতকাল ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন আরও দুজন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সকালে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলপুরের হাতপাগলা গ্রামের হাসাদ (১৬), শেরপুরের নকলার আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরার আবুল কাশেম (৫০)।
ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। ভোরে নবীনগর-রাধিকা সড়কের কনিকাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন। সাদ্দামের বাড়ি রাজশাহীতে। ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।