গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে মজুত প্রায় ৮৯ টন খাদ্যশস্য উধাও হওয়ার ঘটনায় দুদকের মামলায় আসামি আলতাফ হোসেন প্রধানকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার হেলেঞ্চা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলতাফ হোসেন প্রধান স্থানীয় চাল ব্যবসায়ী হিসেবে পরিচিত। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম। তিনি বলেন, মামলায় আলতাফের বিরুদ্ধে খাদ্য গুদামে অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
২০২২ সালে ২৩ আগস্ট বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে মজুত থাকা প্রায় ৮৯ টন খাদ্যশস্য উধাও হওয়ার ঘটনায় তৎকালীন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) জিয়াউর রহমান জিয়াকে বরখাস্ত করা হয়। পাশাপাশি ছয়জনের বিরুদ্ধে সাঘাটা থানায় এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়।