ঠাকুরগাঁওয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্র ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সদর উপজেলার মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে অভিযোগ পরিবারের। জানা যায়, বিদ্যালয় বন্ধ থাকলেও একজন সহকারী শিক্ষক বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে মেয়েটিকে ধর্ষণ করেন ওই শিক্ষক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
অভিযুক্ত স্কুল শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ভুল্লি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। পরিবারকে এজাহার দেওয়ার কথা বলা হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনা হবে। ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম বলেন, ধর্ষণের অভিযোগে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করেছি।