মেহেরপুরের হরিরামপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং গ্রামবাসীর জেদাজেদিতে বন্ধ রয়েছে স্কুলের বরাদ্দকৃত নতুন ভবন নির্মাণকাজ। এলাকাবাসীর দাবি খেলার মাঠ বাঁচিয়ে ভবন নির্মাণ করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ভবন করা হবে তাদের প্রয়োজন মতো।
হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নষ্ট হয়ে গেছে কয়েক বছর আগে। চালের টিন ফুটো হয়ে পানি পড়ছে। কোথাও কোথাও খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। জরাজীর্ণ ভবনের কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো বিদ্যালয়ে আসছে না। মেহেরপুর স্থানীয় সরকারের প্রকৌশলী অধিদপ্তর ব্যবহার অনুপযোগী ওই ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে তিন কক্ষের বহুতল ভবন নির্মাণ প্রকল্প হাতে নেই। সেই অনুযায়ী টেন্ডারও হয়। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস নিশিত বসু। কাজের জন্য কয়েক দফা ইট বালুসহ মিস্ত্রি লাগনো হয়। কিন্তু গ্রামবাসী ও স্কুল কর্তৃপক্ষের জেদাজেদিতে ভবনের কাজ স্থবির হয়ে পড়ে। মেহেরপুর এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী সাব্বির উল ইসলাম বলেন, ৬১ লাখ ৪৯৯ টাকায় তিনটি রুমসহ বহু তলা ভবন তৈরি হবে। আমরা লে আউট দিয়েছিলাম। এলাকাবাসীর বাধায় কাজ করতে পারেনি।
গ্রামবাসীর দাবি পুরাতন জরজীর্ণ ভবন সরিয়ে ওখানে ভবন করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ পুরাতন ভবন রেখেই নতুন ভবন করতে চায়। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মবর্তা রুহুল আমিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের লোকজন বিদ্যালয়ের জমি দলখের চেষ্টা করেন। এখনো সেই চেষ্টা অব্যাহত রয়েছে।