কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত ও ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নিহত শরীফুল ইসলাম (৩৫) আগড়াপার মজনু মিয়ার ছেলে ও মহিনন্দ বাজারে সেলুন ব্যবসায়ী ছিলেন। ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
এজাহার দায়ের সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাইজপাড়ার আবদুর রাশিদের ছেলে এখলাস মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে আবু সালেহ ও তার স্বজনদের। সোমবার বিকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ইফতারের পর প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে এখলাস মিয়ার বাড়িতে হামলা চালায়। এখলাস ও তার ফুপাতো ভাই শরীফুল ইসলামসহ ১১ জন আহত হন। তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।