অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে দিনাজপুরের চিরিরবন্দরে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৩ জনের মাঝে বকনা গরু, কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ফাতেহা তুজ জোহরা। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান আলী এতে সভাপতিত্ব করেন।