মাগুরায় পুলিশ ৬ রোহিঙ্গাকে আটক করেছে। জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারে শুক্রবার রাত ১টার দিকে কক্সবাজার হতে খুলনাগামী সৌদিয়া ও এম. আর পরিবহন তল্লাশিকালে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন- সানাউল্লা (৩৮), মো. আইয়ুব (২৬), রাজিদা বেগম (২০), মো. হারেজ (১৫), মো. আরজ (২০) ও মো. এরফান (২৫)। ডিবি পুলিশ জানায়, আটক সানাউল্লা ইতোমধ্যেই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।