গাইবান্ধার সাদুল্লাপুরে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন সারোয়ার হোসেন (৩২) নামে একজন এনজিও কর্মী। সারোয়ার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরের মঞ্জিল হোসেনের ছেলে। তিনি এসকেএস ফাউন্ডেশনের পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। এ ঘটনায় পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী বলেন, গতকাল দুপুর পর্যন্ত সারোয়ার হোসেনের সন্ধান মেলেনি। ঘটনার তদন্ত চলছে। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন আহমেদ বলেন, পলাশবাড়ী থানা পুলিশসহ আমরা যৌথভাবে ঘটনাটি তদন্ত করছি।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার মাদারহাট বাজার এলাকায় কিস্তি আদায় করতে যান তিনি। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। সারোয়ারের কাছে থাকা মোবাইল ফোনও বন্ধ।
ছোট ভাই সাকোয়াত হোসেন বলেন, স্থানীয় একটি সমিতির সদস্যের সঙ্গে ঋণ ও কিস্তির টাকা আদায় নিয়ে সারোয়ারের দ্বন্দ্ব চলছিল। নিখোঁজের আগে কিস্তি আদায়ের সময় মোবাইল ফোনে এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।