ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ঢাকার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান নওগাঁর বিপ্লব মণ্ডল (৩৩)। তিনি নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া মণ্ডলপাড়ার লুৎফর মণ্ডলের ছেলে। বাইপাইলে একটি সেলুনে কাজ করতেন। বিপ্লবের ৯ বছরের মেয়ে আমিনা জানায়, বাবা সকালে দোকানে যাওয়ার সময় বলেছিল আমার জন্য চকলেট নিয়ে আসবে। দুপুরে সবাই একসঙ্গে খাবে। বাবা আর ফিরে এলো না। বিপ্লবের বাবা বলেন, গত ৫ আগস্ট ঘুম থেকে উঠে শুনি ঢাকায় খুব গণ্ডগোল হচ্ছে। জোহরের নামাজের আগে বিপ্লবকে ফোন দিয়ে বন্ধ পাই। অনেকক্ষণ পর আমার বড় মেয়ে মিমি বলল আব্বা তোমার ছেলেকে ফোনে পাওয়া যাচ্ছে না। তার বন্ধুরা বলল বিপ্লব ভাইকে গুলি করেছে খুনি হাসিনা। তখন আমি মিমিকে বললাম তোর ভাইয়ের লাশ খোঁজ কর মা। পরদিন শেখ ফজিলাতুন নেছা মেডিকেলে বিপ্লবের লাশের খোঁজ পান তারা। কথা বলতে বলতে হাউমাউ করে কাঁদতে থাকে লুৎফর। ওই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এ বি এম এনামুল হক বকুল বলেন, বিপ্লবের পরিবার অসহায়। তার বাবা আগে ভ্যান চালাতেন, অন্যের জমি ও বাড়িতে কাজ করতেন। যে ছেলে মারা গেছে তার আয়ে সংসার চলতো লুৎফরের। ছেলে মারা যাওয়ার পর পরিবারটি কষ্টে আছে। বিপ্লবের মা বিলকিস বেগম বলেন, গত ৪ আগস্ট রাতে বিপ্লব ফোন দেয় তার বাবাকে। অল্প কথা হয় আমার সঙ্গে। বলে আব্বার বয়স হয়েছে। তাকে দেখে রেখে মা। তিনি বলেন, খুনি হাসিনা আমার ছেলেকে গুলি করে মেরে ফেলেছে। আমরা এ খুনির বিচার দাবি করছি। বিপ্লবের স্ত্রী আরিফা বেগম বলেন, গত ৫ আগস্ট দুপুরে বন্ধুরা বাসায় এসে বলে বিপ্লবকে গুলি করে মেরে ফেলেছে। তিনি বলেন, এখন পর্যন্ত ৯ লাখ টাকার মতো সাহায্য পেয়েছি। আমার মেয়ে ছোট। সরকারের পক্ষ থেকে যদি ওর লেখাপড়ার দায়িত্ব নিত, ভালো হতো।
শিরোনাম
- পঞ্চগড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ