নরসিংদীর বেলাবতে নিখোঁজের একদিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালক কাঞ্চন মিয়ার (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বিন্নাবাইদ কারিগরি বিএম কলেজ সংলগ্ন সড়কের পাশে ধান খেত থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। কাঞ্চন মনোহরদী উপজেলার ডোমনমাড়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।