জুলাই-আগস্ট বিপ্লবে সাত শহীদ ও আহত ২৩ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে গতকাল সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অনুদানের এ চেক তুলে দেন। শহীদদের প্রতি পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেকে ১০ হাজার টাকার করে দেওয়া হয়।