গোপালগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলায় প্রায় ৬০ লাখ টাকার পণ্য বেচাকেনা হয়েছে। ৪০টি স্টলে ১০ দিনে এ বিক্রি হয়েছে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। ৯ জানুয়ারি শুরু হওয়া মেলা শেষ হয়েছে গতকাল সন্ধ্যায়। বিসিক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক হ র ম রফিকউল্লাহ বলেন, ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলায় নগদ ৫৯ লাখ ৯১ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। অনলাইন ও অফলাইনে উদ্যোক্তারা মেলা থেকে ১৯ লাখ ৫০ টাকার পণ্য সরবরাহের অর্ডার পেয়েছেন। এবার মেলায় উদ্যোক্তা, ক্রেতার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আগামী বছরও এ মেলার আয়োজন করব। মেলায় ছিল পাটজাত, চামড়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্রাফটস, মৃৎশিল্প, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অন্যান্য সেক্টরের স্বদেশি পণ্যের সমাহার। উদ্যোক্তা আলেয়া বেগম বলেন, আমি এ মেলায় ১০ দিনে সাড়ে ৪ লাখ টাকার পণ্য বিক্রি করেছি। দুটি করে শুক্র ও শনিবার পেয়েছি। এজন্য কেনাবেচা ভালো হয়েছে। এ ছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ কারণে প্রতিদিন জমজমাট থাকত মেলাপ্রাঙ্গণ। গোপালগঞ্জ বিসিক কর্মকর্তা সজল আহমেদ বলেন, এ বছর গতবারের তুলায় ১০ লাখ টাকা বেশি বেচাকেনা হয়েছে।