দ্বীপ জেলা ভোলায় হাড় কাঁপানো বাতাস ও বৃষ্টির মতো কুয়াশায় বাড়ছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। একটু উষ্ণতার খোঁজে অনেকেই ভিড় করছেন পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে। চরফ্যাশন শহরের সদর রোডে পুরনো গরম কাপড় বিক্রির দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা এসব দোকান থেকে স্বল্পমূল্যে শীতবস্ত্র কিনছেন। এসব দোকানে স্মার্টলুক ব্লেজারও বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়। ছোটদের জ্যাকেট বিক্রি হচ্ছে প্রতি পিস ২০০ থেকে ৩০০ টাকায়, বড়দের জ্যাকেট ৩৫০ থেকে ৫০০ টাকায়। ছোটদের সোয়েটার ১০০-১৫০ টাকা, বড়দের সোয়েটার ২০০-৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। কম দামে গরম পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। কাপড় বিক্রেতা চাঁন শরীফ জানান, পৌষের শেষে সপ্তাহজুড়ে শীতের তীব্রতা বাড়ায় কেনাবেচা বেড়েছে। এর আগে শীতের তীব্রতা কম থাকায় ভালো বেচাকেনা ছিল না, কিন্তু এখন বাজার ভালো। তারা বিদেশ থেকে সেকেন্ডহ্যান্ড কাপড় ঢাকা-চট্টগ্রাম থেকে কম দামে কিনে, সস্তায় বিক্রি করছেন। এতে ক্রেতারাও খুশি, বিক্রেতারাও। ক্রেতা নুরুল হক বলেন, ‘মধ্যবিত্তদের জন্য এখানে কেনাকাটা সহজলভ্য। শখ ও সাধ্যের মধ্যে পছন্দমতো পোশাক কিনতে পারছি।’