গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় গতকাল ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।
রেলওয়ে পুলিশ জামান জানান, গতকাল বেলা ১১টার দিকে ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনের পাশে বসে ছিলেন ওই যুবক। একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তিনি রেললাইনের ওপর মাথা দেন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার পরনে হাফ হাতা গেঞ্জি ও কালো জ্যাকেট রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।