চট্টগ্রামের মিরসরাই পৌরসদরে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত হয়েছেন। তার নাম জাহেদ হোসেন মুন্না (২০)। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতের পরিবার ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করে। পরে রাতে পুলিশ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে।
মুন্না উপজেলার গোভনীয় গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি নির্মাণসামগ্রী সাপ্লাই ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলার পরিস্থিতি থমথমে অবস্থা রূপ নিয়েছে। বন্ধ রয়েছে মেলার ভিতরের সব দোকান-পাট। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।