লক্ষ্মীপুরে জনগুরুত্বপূর্ণ একটি সড়ক দেবে যাওয়াসহ দুটি দোকান ও একটি কবরস্থান ধসে পড়েছে। আশপাশের কয়েকটি ভবন রয়েছে ঝুঁকিতে। গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ায় শত শত পরিবারের রান্নাবান্না অনিশ্চিত হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার শাখারিপাড়ায়। নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিয়মবহির্ভূত পাইলিংয়ের কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী জুলফিকার জুয়েল গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বহুতল ওই ভবনের পাইলিং নিয়ম মেনেই চলছিল। পাশে পুকুর থাকায় মাটির নিচ দিয়ে পানির স্তর পেয়ে যায়। এ কারণে সড়ক দেবে গেছে। সড়কটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। বন্ধ আছে নির্মাণাধীন ভবনের কাজও। ক্ষতিপূরণ ও সড়ক সংস্কার শেষ হলে তাদের কাজের অনুমতি দেওয়া হবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, খোঁজখবর করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লক্ষ্মীপুর কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) এস এম জাহিদুল ইসলাম বলেন, লাইনে আগুন ধরায় সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আগামী রবিবার কুমিল্লা থেকে লোক এসে কাজ করবেন। ভবন কর্তৃপক্ষ জানায়, আমরা নিয়ম অনুযায়ীই কাজ করছি। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। সড়ক ও দোকান মালিকদের ক্ষতিপূরণ দিয়ে দেব। পৌর কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ধসে যাওয়া দোকানগুলোর পেছনে একটি পুকুর রয়েছে। ভেকু দিয়ে প্রায় ৩০ ফুট মাটি খুঁড়ে বহুতল ভবনের কাজ চলছে। এতে মাটির তলদেশে সৃষ্ট স্তর পাওয়ায় দেবে যায় রাস্তা। পাশের দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। আগুন ধরে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস সংযোগ।