কৃষিবিদ সীড লিমিটেড ২০২৩- ২০২৪ অর্থবছরের ঘোষিত লভ্যাংশ সকল শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করেছে। গত ২৯ জানুয়ারি বিইএফটিএন এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয়।
সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৩০ ডিসেম্বর কৃষিবিদ সীড লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনলাইন এবং সরাসরি উপস্থিতির মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিধান অনুযায়ী কোম্পানির এজিএম শেষের পরবর্তী ৩০ দিনের মধ্যে লভ্যাংশ প্রদান করতে হয়। সে অনুযায়ী কৃষিবিদ সীড লিমিটেডের লভ্যাংশ প্রদানের সর্বশেষ সময়সীমা ছিল ২৯ জানুয়ারি।
বিডি প্রতিদিন/এমআই