বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশের জন্য এআই-নির্ভর আগামী ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ২০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করে বাংলালিংক।
ঢাকায় অনুষ্ঠিত এই মাইলফলক ইভেন্টে শিল্পখাতের প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার ও সরকারি অংশীজনরা একত্রিত হন এবং গত দুই দশকের রূপান্তরমূলক যাত্রার ওপর আলোকপাত করেন। আয়োজনে বাংলালিংকের পক্ষ থেকে আগামীর বাংলাদেশে ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি রোডম্যাপ উন্মোচন করা হয়।
গত ২০ বছর ধরে বাংলালিংক বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে, সাশ্রয়ী ভয়েস কল সেবা প্রদানকারী থেকে দেশের ডিজিটাল ইকোসিস্টেমের চালিকাশক্তিতে পরিণত হয়েছে বাংলালিংক। এদেশে ডিজিটাল সেবার ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে, বাংলালিংকের বৈচিত্র্যময় ডিজিটাল পোর্টফোলিও ও সমাধানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জন্য মোবাইল যোগাযোগ, প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবা আরও সহজলভ্য করেছে। এভাবেই বাংলাদেশের মেধাবীদের দ্বারা বাংলাদেশিদের জন্য তৈরি করা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এদেশের মানুষের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এই ডিজিটাল অপারেটর।
দেশের প্রথম টেলকো-সুপারঅ্যাপ মাইবিএল থেকে শুরু করে এ দেশের মেধাবীদের হাতে তৈরি সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি এবং বিশেষ করে, তরুণদের জন্য প্রথমবারের মতো নিয়ে আসা এআই-ভিত্তিক ডিজিটাল সমাধান ‘রাইজ’, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলালিংক টেলিযোগাযোগ খাতে ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে। এই প্ল্যাটফর্মগুলো শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন, সৃজনশীলতা বৃদ্ধি করার উপকরণ ও উদ্যোক্তাবান্ধব সুযোগ সৃষ্টি করার মাধ্যমে এদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বাংলালিংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
একটি দিনের প্রতিটি মুহূর্তে গ্রাহকদের জন্য অসামান্য অভিজ্ঞতা নিশ্চিত করতে ভিওনের ডিও১৪৪০ কৌশলের সাথে সংগতি রেখে সময়োপযোগী ও উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসছে বাংলালিংক। এর মাইবিএল সুপারঅ্যাপ প্রায় ৮০ লাখ মাসিক সক্রিয় ব্যবহারকারীর বিস্তৃত চাহিদা পূরণ করে যাচ্ছে। পাশাপাশি, প্রতি মাসে প্রায় ৭০ লাখ ব্যবহারকারীসহ দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে টফি। এ ছাড়া, চালু হওয়ার কয়েক দিনের মধ্যেই সর্বাধুনিক এআই-সমর্থিত ফিচারের কারণে ইতিমধ্যে তরুণদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলতে সক্ষম হয়েছে রাইজ।
বিডি প্রতিদিন/এমআই