ঈদের পর প্রথম দিনে সূচকের দরপতন হলেও প্রায় সবকটি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ে। কিন্তু এক দিন পরই সেই মিউচুয়াল ফান্ডের প্রায় সবগুলোর দর কমেছে। এ কারণে শেয়ারবাজার পতন হয়েছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে সবখাত মিলে ১৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯১টির। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ছয়টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩টির। বাকি আটটির মধ্যে একটি লেনদেন হয়নি, অন্য সাতটির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১৫ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ৩৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ টাকার। ১৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক।
অন্যদিকে শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে দশমিক ৭৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১০ প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৬২ লাখ টাকা।