বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গতকাল রাজধানী ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার লাকসাম পৌঁছলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। রবিবার রাত ৯টার দিকে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। পরে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় এবং পরীক্ষা-নিরীক্ষা করা হয়। গতকাল তাঁকে কুমিল্লা থেকে ঢাকায় এনে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।