সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক। তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর আওয়ামী দোসররা এখনো নানা জায়গায় ঘাপটি মেরে আছে। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এ সময় তিনি নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা শায়খুল ইসলাম মাওলানা আতহার আলীর বিরুদ্ধে বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের ফজলুর রহমানকে মন্তব্য প্রত্যাহারের আহ্বান করেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা তফাজ্জল হক আজীজ, আনোয়ার সাদাত টুটুল, মাওলানা রেজাউর রহমান খান, মাওলানা সুলতান মহিউদ্দিন, আজিজ চৌধুরী প্রমুখ।