উৎসব-পার্বণে নিজেকে বর্ণিল রূপে সাজাতে নারীদের পছন্দের তালিকায় সবার ওপরের দিকেই থাকে রাজশাহী সিল্ক। ঈদকে সামনে রেখে ঐতিহ্য আর আভিজাত্যে মোড়া সিল্কের চাহিদা বেড়েছে। রেশম কারখানাগুলোতেও বেড়েছে ব্যস্ততা। ঈদে রাজশাহীর রেশম পল্লিতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ব্যবসায়ীরা পোশাকে এনেছেন পরিবর্তন। আবহাওয়া ও সব বয়সি ক্রেতার সঙ্গে তাল মিলিয়ে সিল্ক কারখানাগুলোতে তৈরি হচ্ছে নতুন রং ও ডিজাইনের পোশাক। বেচাকেনা নিয়ে বেশ আশাবাদীও তারা। প্রতিবারের মতো এবারও আবহাওয়া ও ক্রেতার চাহিদা মাথায় রেখে র-সিল্ক, বলাকা, তসর, মটকা, ক্রাফট ও স্টোনের ওপর শাড়ি থাকছে রেশম পল্লিতে।
সপুরা সিল্ক ফ্যাক্টরির ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও নকশা ও কাজে বৈচিত্র্য নিয়ে এসেছেন তারা। প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের।