জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বহির্বিশ্বের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। সবার সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে বন্ধুত্ব হবে, তবে কারোর প্রভুত্ব মেনে নেওয়া হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান : অপ্রতিরোধ্য বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অভ্যুত্থানের এখনো ছয় মাস না যেতেই কারা এ আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল, সেই ডিগনিটি (মহত্ত্ব) এখন হাইজ্যাক করা হচ্ছে। অনেক বড় নেতা বলেন, আমরা এ আন্দোলনে ছিলাম না। কিন্তু তার ছাত্ররা বলে আমরাই আন্দোলনের মাস্টারমাইন্ড। কী বলবেন আপনি? আমি বলব, এ আন্দোলনের সব শহীদ ও গাজীরাই এ আন্দোলনের মাস্টারমাইন্ড।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আবদুল আজিজ। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, ঢাকা মহানগরের নায়েবে আমির হেলাল উদ্দিন প্রমুখ।