পুরান ঢাকার কামালবাগে একটি বাড়িতে অগ্নিকা- ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বিকাল ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র জানায়, সেখানে ৮টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন ফায়ার ফাইটাররা।
বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত, হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িগঙ্গার তীরবর্তী কামালবাগের টিনের তৈরি ওই বাড়িতে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, চকবাজারের কামালবাগে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ওই এলাকায় টিনের তৈরি বাড়িঘরসহ বিভিন্ন প্লাস্টিকের কারখানা রয়েছে।