বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসনের কথাবর্তায় এখনো ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। প্রশাসনের সব জায়গা আগে পরিষ্কার করুন। নির্বাচন দুই মাস আগে না পরে হলো, নির্বাচনের দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন সুষ্ঠু হবে কি না, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা পনেরো বছর অপেক্ষা করেছি। আরও করতে পারব। তাই আগে সংস্কার হোক, পরে নির্বাচন। গতকাল নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
নেত্রকোনা জেলা আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামীউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, সাবেক নেত্রকোনা জেলা আমির মাওলানা এনামুল হকসহ বিভিন্ন জেলার আমীরসহ নেতা-কর্মীরা।