রাজধানীর মুগদা এলাকায় অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মানিকনগরের ওয়াসা রোড দিয়ে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, সুমি মানিকনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি সংসার করার ফাঁকে টিউশনি করাতেন। তার স্বামীর নাম মাহফুজ রহমান।
উদ্ধারকারী প্রতিবেশী মেজবাহ জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা সুমিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।