নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল (২৮) মোগরাপাড়া দমদমার মৃত শাহজাহান মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী সাদিয়া আক্তার (২০) বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, সাদিয়ার সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় উজ্জ্বলের। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুকের জন্য তাকে মারধর করে আসছে তার স্বামী। সর্বশেষ গত বুধবার তার শাশুড়ি ও স্বামী মিলে সাদিয়াকে রড ও কাঠের টুকরো দিয়ে আঘাত করে। পরে তাকে বাড়ির লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।