পিরোজপুরের ‘ইন্দুরকানী’ উপজেলার নাম ‘জিয়ানগর’ পুনর্বহাল করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন উপজেলাটির সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। এর পরিপ্রেক্ষিতে গতকাল উপজেলার তিনটি স্থানে জনমত যাচাই বা জনসমীক্ষার আয়োজন করে মন্ত্রণালয়। এ তথ্য জানিয়ে অনতিবিলম্বে উপজেলাটির নাম ‘জিয়ানগর’ করার দাবি জানিয়েছেন মাসুদ সাঈদী।
গতকাল মাসুদ সাঈদী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আবেদনের কপির ছবিসহ এ তথ্য শেয়ার করেন। ফেসবুকে তিনি বলেন, ২০০২ সালের ২১ এপ্রিল পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (মাসুদ সাঈদীর বাবা) ঐকান্তিক চেষ্টা ও পরিকল্পনায় মাত্র তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়।
জিয়ানগর উপজেলা।