চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় আরও ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে নগরীর কয়েকটি থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সিএমপির জনসংযোগ শাখার এসআই মো. ইমরান হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের সদস্য।