দেশের বিদ্যমান আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। গতকাল বেলা পৌনে ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে
তদন্ত কর্মকর্তা আইন অনুযায়ী যেখানে যেখানে চিঠি দেওয়ার দরকার সেখানে যথাযথ প্রক্রিয়ায় চিঠি দেবেন। তিনি দুর্নীতির অভিযোগ থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে শেখ হাসিনাকে তলব করবে। পরে হাজির না হলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ১২ জানুয়ারি পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে ক্ষমতার অপব্যবহার করার প্লট বরাদ্দের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুদক।
হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির মামলা হয় সেটি।
ওই মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একাধিক কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়।
গত ২৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।