কিশোরগঞ্জের এক ওয়াজ মাহফিলে গুলির ঘটনা ঘটেছে। গুলিতে আহত হয়েছেন দুজন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকার কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পতিত জমিতে রবিবার সন্ধ্যার পর ওয়াজ মাহফিলের আয়োজন করে স্থানীয় মাদরাসাতুল উলুমুল ইসলামিয়া। সন্ধ্যার পর থেকে বেশ কয়েকজন বক্তা বয়ান করেন। রাত ১১টার দিকে মাহফিলের মঞ্চ লক্ষ্য করে কে বা কারা গুলি করে। এতে দুজন আহত হন।
আহতরা হলেন মাদরাসাতুল উলুমুল ইসলামিয়ার মুহতামিম মুফতি আল-আমীন সাদী (৩০) ও জুলহাস মিয়া (১৯) নামে নেত্রকোনা থেকে আগত এক বক্তার সফরসঙ্গী। আহতরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রাত ১২টার দিকে সংবাদটি পান। আহতদের মধ্যে কেউ গুরুতর নয় বলে জানান তিনি। ওসি আরও জানান, একটি ছেলে এয়ারগান দিয়ে গুলি করেছে বলে মাহফিলের আয়োজকরা তাকে জানিয়েছিলেন। ঘটনার পর ছেলেটিকে মুসল্লিরা ধরলেও তাৎক্ষণিক তাকে ছেড়ে দেয়। তবে এর কোনো সত্যতা মেলেনি বলে জানান ওসি। কী কারণে ঘটনাটি ঘটেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। গুলির ঘটনার পর মাহফিল পণ্ড হয়ে যায়।