চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকায় এক কেজির বেশি স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)। পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, পাঁচটি মোবাইল, দুটি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী, পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ১ কোটি ৬০ লাখ টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।