চট্টগ্রামের পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউ-তে শুরু হয়েছে আবাসন খাতের চার দিনব্যাপী মেলা রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এবারের মেলায় ৪২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মেলার উদ্বোধন করেন। এর আগে হোটেলের হল রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "আবাসন শিল্প দেশের অন্যতম বৃহৎ শিল্প। আমরা চেয়েছিলাম এই খাত আরও সম্ভাবনাময় হয়ে উঠবে, তবে করোনার কারণে এটি কিছুটা পিছিয়ে গিয়েছিল। এখন এই খাত আবার ঘুরে দাঁড়িয়েছে এবং উন্নয়নমূলক কাজ করছে। আমরা চাই, তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম-নীতি অনুসরণ করেই ভবন নির্মাণ করবে।"
রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মেলায় বক্তব্য দেন রিহ্যাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া এবং ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসাইন।
মেলায় সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ টাকা, আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
বিডি প্রতিদিন/আশিক