বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেছেন, ‘বিগত ১৫ বছর একটানা ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভাজন আর অবক্ষয় তৈরী করেছে। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে সামাজিক কাঠামো ধ্বংস করে নিজেদের অযোগ্য লোকজনকে সমাজের দায়িত্বশীল বানিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। কথায় কথায় মানুষকে মারধর আর হামলা-মামলার মাধ্যমে নির্যাতন চালিয়েছে। এখন সামাজিক বন্ধন অটুট করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করতে হবে।’
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর নিউ মনছুরাবাদ সমাজকল্যাণ পরিষদের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে মো. সোলাইমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মা ও শিশু হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সখিনা বেগম, বেসরকারী কারা পরিদর্শক মহিলাদল নেত্রী কামরুন্নাহার লিজা প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ